News

কবি হরবিলাস বিশ্বাস" স্মৃতি পুরস্কার ২০১৬

Rummana Chowdhury

গত ২২ শে জানুয়ারী বিকেল ৫টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে অনুষ্ঠিত হলো "খোলা চিঠি" সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা, কোলকাতা কর্তৃক আয়োজিত কবি তাপস সেনগুপ্ত স্মরণে কলকাতায় বাংলা কবিতা উৎসব ২০১৬ এ "কবি হরবিলাস বিশ্বাস" স্মৃতি পুরস্কারের এর এক জাঁকজমকপূর্ণ অনূষ্ঠান। উক্ত অনূষ্ঠানে একজন প্রথিতযশা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কবি ও লেখক রূমানা চৌধুরীকে "কবি হরবিলাস স্মৃতি পুরস্কার ২০১৬"এ ভূষিত করা হয়। পুরস্কার প্রদান করেন কবি কমল দে সরকার। অনুষ্ঠানে কবি ও লেখক রূমানা চৌধুরী তার স্মারক বক্তব্য রাখেন। উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কৃষ্ণা বসু।

|