গত ২৫ শে জানুয়ারী বিকেল ৪ টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা ভবনে অনুষ্ঠিত হলো মাইকেল মধুসূদন দত্ত একাডেমি, কলকাতা কর্তৃক আয়োজিত মাইকেল মধুসূদন দত্তের ১৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে "মাইকেল মধুসূদন দত্ত পুরষ্কার-২০১৫"এর জমকালো অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রবাস গল্প সমগ্র এর জন্য কবি ও লেখক রূমানা চৌধুরীকে "আর্ন্তজাতিক সত্যেন্দ্রনাথ দত্ত পুরস্কারে- ২০১৫"ভুষিত করা হয়। পুরষ্কার প্রদান করেন শ্রী শ্যামল কুমার সেন, প্রাক্তন প্রধান বিচারপতি কোলকাতা হাইেেকার্ট ও প্রাক্তন রাজ্যপাল পশ্চিম বঙ্গ। অনুষ্ঠানে কবি ও লেখক রূমানা চৌধুরী তার বক্তৃতায় তুলে আনেন সত্যেন্দ্রনাথ দত্তের জীবন দর্শন ও তার মহান সৃষ্টির কথা এবং কানাডিয়ান সাহিত্যের উপর বিশেষ বক্তৃতা রাখেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডঃ বিধান দত্ত সচিব ও প্রতিষ্ঠাতা, মাইকেল মধুসূদন দত্ত একাডেমি, শ্রী বি, কে, মহেশ্বরী, সহ-সভাপতি, মাইকেল মধুসূদন দত্ত একাডেমি, অধ্যাপক কে, জে, নাথ চেয়ারম্যান, সাইন্স এন্ড টেকনোলজি ও ফেলো অব ন্যাশনাল একাডেমি অব সাইন্সেস, ইন্ডিয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেভারেন্ড কল্যাণ মৈত্র।