গত ২৫ শে জানুয়ারী বিকেল ৫টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা ভবনে অনুষ্ঠিত হলো মাইকেল মধুসূদন একাডেমি, কোলকাতা কর্তৃক আয়োজিত মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আর্ন্তজাতিক মাইকেল মধুসূদন আওর্য়াড এর এক জমকালো অনূষ্ঠান। উক্ত অনূষ্ঠানে সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য কবি ও লেখক রূমানা চৌধুরীকে আর্ন্তজাতিক মাইকেল মধুসূদন আওর্য়াড ২০১৪ এ ভূষিত করা হয় । পুরˉ‹ার প্রদান করেন বিচারপতি সমরেশ ব্যানার্জী । একই দিনে তার বৈচিত্র্যময় কর্মজীবন ও ছবি নিয়ে "পুর্বদেশ" নামে একটি প্রকাশনা প্রকাশিত হয়। অনুষ্ঠানে কবি ও লেখক রূমানা চৌধুরী তার বক্তৃতায় তুলে আনেন মাইকেল মধুসূদনের জীবন দর্শন ও তার মহান সৃষ্টির কথা । উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামল সেন, প্রাক্তন গভর্ণর পশ্চিম বঙ্গ। বহুগুনের অধিকারী রূমানা চৌধুরী বাংলাদেশে থাকাকালীন ব্যডমিন্টন এ পরপর চারবার চ্যাম্পিয়ন এবং বির্তক ও আবৃত্তিতে বহুবার পুরস্কৃত হয়েছেন । পড়াশুনা, রেডিও, টেলিভিশন ও মঞ্চে অর্জন করেছেন অসামান্য খ্যাতি। ইংরেজী ও বাংলা দুটো ভাষাতেই তিনি পারদর্শী । ছোটগল্প, কবিতা ও প্রবন্ধসহ তার প্রকাশিত বইয়েরর সংখ্যা ১৬টি।