গত ২৪ই জানুয়ারী ২০১৬ সন্ধ্যে ৫ টায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (জীবনানন্দ সভাগৃহ), কলকাতায় অনুষ্ঠিত হলো সৌহার্দ্য (কলকাতা) কর্তৃক আয়োজিত সৌহার্দ্য কবিতা সন্ধ্যার এক ব্যতিক্রমী অনূষ্ঠান। উক্ত অনূষ্ঠানে বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতিতে উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ একজন প্রথিতযশা কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে কবি ও লেখক রূমানা চৌধুরীকে এবং বাংলা ভাষা সাহিত্য অঙ্গনে বিশেষ অবদানের জন্য কবি ও লেখক সৈয়দা নাজমুন নাহারকে যৌথভাবে "পদক্ষেপ কবিতা আবৃতি সংগঠন" কর্তৃক "পদক্ষেপ সম্মাননা" ২০১৬ এ ভূষিত করা হয় । সম্মাননা প্রদান করেন মধুছন্দা তরফদার। কবি ও লেখক রূমানা চৌধুরীর স্বরচিত কবিতার অ্যালবাম, সিডি ও ডিভিডি কলকাতার পাঠক-শ্রোতামহলে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে এর মধ্যে রয়েছে, কলকাতার সৌহার্দ্য প্রযোজিত ও পরিবেশিত "সততার পংক্তিমালা", "দি ফেয়ারী টেল অফ বেঙলস"," অচিন পাখির খোঁজে" এবং কবি জয়দীপ চট্টোপাধ্যায় এর সাথে পূর্ব-পশ্চিমের কবিকণ্ঠে কবিতা আবৃতির সিডি 'আবহমানের উড়ান'। উক্ত অনূষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনন্ত দাশ, কমল দে সরকার এবং পঙ্কজ সাহা।